সাম্প্রতিক বছরসমূহের প্রধান অর্জনসমূহ

 ক) সকল আসনে শিক্ষার্থী ভর্তি ১০০% করা।
খ) ড্রপ আউট হার কমিয়ে ১০%আনা।
গ) উত্তীর্ণদের ৭০% কর্মসংস্থান নিশ্চিত করা।
ঘ) ছাত্রী/নারী প্রশিক্ষাণার্থী হার ৩৫% এ উন্নীত করা।
ঙ) অনগ্রসরদের/প্রতিবন্ধিদের অংশগ্রহনের হার ২%করা।
চ) অবকাঠামো উন্নয়নে মাষ্টারপ্লান অনুমোদন ও বাস্তবায়ন শুরু করা।
ছ) শিল্প কারখানা/নিয়োগদাতার সাথে কর্মসংস্থান ও চাহিদাভিত্তিক প্রশিক্ষণ পরিচালনার লক্ষ্যে অন্তত: ২ টি MOU সম্পন্ন করা।
জ) পাশের হার শতভাগে উন্নীত।

অবকাঠামোগত উন্নয়নঃ

ক) প্রতিষ্ঠানে ”বঙ্গবন্ধু কর্ণার” প্রস্তুত করা হয়েছে।
খ) ছাত্রীদের জন্য প্রতি তলায় দুইটি হাই কমটসহ মোট চারটি টয়লেট নির্মাণ করা হয়েছে।
গ) ছাত্রদের জন্য প্রতি তলায় দুইটি হাই কমটসহ মোট চারটি টয়লেট নির্মাণ করা হয়েছে।
ঘ)  প্রতিটি মাল্টিমিডিয়া প্রজেকটর স্থায়ী সংযোগসহ ডিজিটাল ক্লাশ উপপোগী করা হয়েছে।
ঙ) ল্যাব আধুনিকীকরণ এবং প্রশিক্ষনের জন্য ০6 টি ল্যাপটপ ও 90টি ডেস্কটপ কম্পিউটার সংগ্রহ করা হয়েছে।

উদ্ভাবনী কার্যক্রমে অর্জনঃ

ক) বিজ্ঞান মেলায় বিভিন্ন প্রজেক্ট নিয়ে অংশপগ্রহন করা।
খ) বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শন করে প্রথম, ২য় স্থান অধিকার করা।
গ) বিতর্ক প্রতিযোগীতায় অংশগ্রহণ এবং বিভিন্ন সম্মাননা পুরষ্কার গ্রহণ করা।
ঘ) স্কাউট ও রোভারিং এর মাধ্যমে জেলার সকলের কাছে সম্মানলাভ করা।
ঙ) ফিজিক্স ও গণিত অলম্পিয়াডে শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং মেধাতালিকায় স্থান করে নেওয়া
চ) বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশগ্রহণ এবং বিভিন্ন সম্মাননা পুরষ্কার গ্রহণ করা।

দক্ষতা, প্রশিক্ষণ ও পলিসি এর  উন্নয়নঃ

  • কারিগরি শিক্ষায় শিক্ষার্থীদের এনরোলমেন্ট হার আগামী-২০৪১ সালের মধ্যে ৪০% বৃদ্ধি করণের নিমিত্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ।
  • জেন্ডার সমতা উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
  • প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রবেশগম্যতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ ।
  • সালথা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে অন-লাইনে ছাত্র/ছাত্রী ভর্তি কার্যক্রম অব্যাহত।
  • সালথা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে দ্বিতীয় শিফট কার্যক্রম চালু ।
  • বিভিন্ন প্রজেক্ট এর আওতায় দেশে ও বিদেশে শিক্ষক-কর্মচারীদের প্রশিক্ষণ।
  • প্রয়োজনীয় দক্ষতা অর্জন নিশ্চিত করার লক্ষ্যে ভোকেশনাল ট্রেড সমুহের প্রশিক্ষণ কার্যক্রম Compency Based করণ।
  • এলকা ভিত্তিক শ্রম-বাজারের তথ্য সম্বলিত একটি ডাটাবেজ প্রণয়ন।
  • ইন্ডাষ্ট্রি-ইনষ্টিটিউট লিংকেজ বৃদ্ধি করণে ২ টি প্রতিষ্ঠানের সাথে MOU স্বাক্ষর করণ।
  • MIS সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার্থীদের উপবৃত্তি কার্যক্রম পরিচালনার নিমিত্ত ডাটাবেজ তৈরী করণ
  • NTVQF এর বাস্তবায়ন।
মাননীয় মন্ত্রী

ডা. দীপু মনি
এম.পি.

বিস্তারিত
মাননীয় উপমন্ত্রী

মহিবুল হাসান চৌধুরী
এম.পি.

বিস্তারিত
সিনিয়র সচিব

জনাব মোঃ কামাল হোসেন
সিনিয়র সচিব (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ)

বিস্তারিত
চেয়ারম্যান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড

মোঃ আলী আকবর খান
চেয়ারম্যান

বিস্তারিত
অধ্যক্ষ

মোঃ মিজানুর রহমান
অধ্যক্ষ, সালথা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে

বিস্তারিত
Internal eServices
সুবর্ণজয়ন্তী কর্নার
কেন্দ্রীয় ই-সেবা
গুরুত্বপূর্ণ লিঙ্ক
ইনোভেশন কর্নার
ডেঙ্গু প্রতিরোধে করণীয়
জরুরি হটলাইন